বুধবার সূচকের মিশ্র প্রবণতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৪০মিনিটে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২২৭৪ ও ১৩৫১ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মূল্য বৃদ্ধি হয়েছে ১৪৮টি কোম্পানির এবং মূল্য হ্রাস হয়েছে ১৭৭টি কোম্পানির। মূল্য অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

অপরদিকে, এ সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩১ পয়েন্ট। সূচকটি ১৮ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

13 + one =