দেশের নিম্ন আদালতগুলো থেকে ফৌজদারি মামলায় অভিযুক্ত মোট ১০১৩ জন জামিন পেয়ছেন। বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান বলেন, আদালতগুলোতে মোট ১১৮৩টি জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার (১২ মে) ৪৬ দিন পর আদালতের কার্যক্রম চালু হওয়ার প্রথম দিনে ১৪৪ জনের জামিন হয় বলে তিনি জানান। দুই দিনে মোট ১১৫৭ জনের জামিন হলো।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে গত ২৬ মার্চ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ ছিল।

এই পরিস্থিতিতে, রাষ্ট্রপতি আবদুল হামিদ ৯ মে (শনিবার) একটি অধ্যাদেশ জারি করেন যাতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আদালতের বিচার কাজ পরিচালনার পথ তৈরি হয়।

এরপর, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জরুরি মামলা পরিচালনার বিষয়ে আদালতের জন্য কয়েকটি নির্দেশনা দেন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

five × 4 =