চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সবার আগে ইতালিতে আঘাত হানে। ভয়াবহ বিপর্যয় নেমে আসে ইতালি সহ ইউরোপের পর্যটনের শিল্পে। অল্প কয়েকদিনের মধ্যে ইতালিকে মৃত্যুপুরী করে তুলে প্রাণঘাতী করোনা ভাইরাস। দিশেহারা হয়ে যায় দেশটির সরকার। সেই সাথে করোনার মৃত্যুভয়ে আতঙ্কগ্রহস্ত হয়ে পড়ে গোটা ইতালিবাসী। অবশেষে সেই মৃত্যুপুরীতে ক্রমেই কমে আসছে করোনার থাবা। কমছে নতুন করে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে দেশটির জনগণের মাঝে।

সোমবার দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৫৬  জন। অথচ একদিন আগে রোববার আক্রান্ত ছিল ৩ হাজার ৪৭ জন। এনিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ২২৮ জনে পৌঁছেছে। এছাড়া ধীরে ধীরে কমে আসছে মৃতের সংখ্যাও।

এ বিষয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান আঞ্জেলা বেরল্লি এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার পুরো দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২২ জন রোগী। এ নিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ৪৮ হাজার ৮৭৭ জন। এ ছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪৫৪ জনের। এছাড়াও বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এক লাখ ৮ হাজার ২৩৭ জন। এরমধ্যে ২ হাজার ৫৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক ।

এ বিষয়ে দেশটির বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা মোকাবিলায় প্রথমত নতুন করে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে হবে। তাহলেই হয়তো এক সময় করোনাভাইরাস নির্মূল করা সম্ভব হবে। তবে দেশটির বর্তমান অবস্থা নিয়ে আগের থেকে অনেকটা স্বস্তিতে দেশবাসী।

এছাড়াও গেল ১৬ এপ্রিল থেকে অনেক শহরেই সীমিত করা হয়েছে লকডাউন। ধারণা করা হচ্ছে, আগামী মাসে কিছু কিছু অঞ্চল থেকে তুলে নেওয়া হতে পারে লকডাউন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =