সকল ইস্যুতে সরকারের সঙ্গে সুর মেলালেও ত্রাণের চাল চুরির বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের প্রতিবাদ করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। শনিবার দলটির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, তথ্যমন্ত্রীর মন্তব্য অনভিপ্রেত ও অনকাঙ্ক্ষিত।

গত শুক্রবার ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, ত্রাণের চাল চুরিতে জড়িত জনপ্রতিনিধিরা বিএনপি, জাপা ও জাসদসহ অন্যান্য দলের। তথ্যমন্ত্রী দাবি করেন, ত্রাণে অনিয়মে জড়িত চেয়ারম্যান, মেম্বারদের কেউ আওয়ামী লীগের নয়।

জাপার বিবৃতিতে বলা হয়, ড. হাছান মাহমুদের মতো একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য আমরা আশা করতে পারি না। কারণ, এ পর্যন্ত ত্রাণের চাল চুরি করে যারা ধরা পড়েছে- তাদের মধ্যে একজনও জাতীয় পার্টির নয়। যদি এমন কাউকে পাওয়া যেতো তাহলে তাকে চিরদিনের জন্য জাতীয় পার্টি থেকে বহিষ্কার করে আইনের হাতে সোপর্দ করা হতো।জাতীয় পার্টি কখনও কোনো চোর-দুর্নীতিবাজকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। ত্রাণের চাল চুরি করে যারা ধরা পড়েছে- তাদের পরিচয় দেশবাসী ইতোমধ্যে জেনেছে।অন্যের উপর দোষ চাপালে প্রকৃত অপরাধীরা নিরাপদেই থেকে যাবে।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

19 − 8 =