বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন চিকিৎসক মারা গেলেন।মারা যাওয়া চিকিৎসকের নাম ডা. মঈন উদ্দীন। ১৫ এপ্রিল বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভোরের দিকে তার মৃত্যু হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৬টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. মঈন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই কোভিড-১৯ এ আক্রান্ত হন।
গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ ধরা পড়ে। শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। অবস্থায় অবনতি ঘটলে পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ এপ্রিল বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভোরের দিকে তার মৃত্যু হয়।
ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তার এ ত্যাগ মনে রাখবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডা. মঈন উদ্দিন দুই শিশু সন্তান ও স্ত্রী নিয়ে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।