ইউক্রেনের একটি বোয়িং-৭৩৭ বিমান ১৭৬ আরোহীসহ রানে বিধ্বস্ত হয়েছে । এ বিমানটিতে থাকা সকল আরোহীই নিহত হয়েছেন। তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে বিমানটি বুধবার সকাল ৬ টা ১২ মিনিটে ইউক্রেনের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি পুনরায় নেমে আসে ও বিধ্বস্ত হয়। এ খবর দিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে ১৬৭ জন ছিলেন যাত্রী ও বাকি ৯ জন ক্রু মেম্বার। তাদের বেশির ভাগই ইরান ও কানাডার নাগরিক। ইউক্রেনের তেহরান দূতাবাস প্রথমে জানায় যে, ইঞ্জিন বিকল হওয়ার কারণেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইরান এদিন জোনারেল সোলাইমানির হত্যার বদলা নিতে ইরাকে আমেরিকার সেনা ঘাঁটির ওপর আক্রমণ শানিয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই বিমান দুর্ঘটনাটি হয়। তারপরেই আশঙ্কা করা হচ্ছিল, বিমানটি কোনোভাবে সেই আক্রমণের শিকার হয়ে যায়নি তো? পরে ইরানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, প্রযুক্তিগত কারণেই দুর্ঘটনা ঘটেছে।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =