অবশেষে অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তাও ১১ বছর পর! ২০০৭ সালে ‘আপনে’ ছবিতে তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর ‘দোস্তানা’ ও ‘ঢিশক্যাঁও’ ছবিতে তাকে আইটেম ডান্সে  দেখা যায়, কিন্তু কোনো ছবিতে অভিনয় করেননি। ছেলে ভিভানের জন্মের পর ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে ছিলেন। পরিবারকে সময় দেয়ার জন্যই তার এই বিরতি। তবে ‘নাচ বলিয়ে’, ‘ঝলক দিখলা যা’, ‘সুপার ডান্সার’-এর মতো ছোট পর্দার শোতে তাকে দেখা যায় ঠিকই। নতুন খবর হলো, এ বছর দুটি ছবিতে তিনি হাত দিচ্ছেন তিনি। তবে সেই ছবি দুটির সম্পর্কে কিছু বলেননি অভিনেত্রী।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

10 + eleven =