ময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চেৌধুরী। অভিনয়গুণে নাটকে ভিন্ন একটি ধারা তৈরি করতে সক্ষম হয়েছেন এই নায়িকা। বিজ্ঞাপন, উপস্থাপনা, পণ্যদূত হিসেবেও দ্যুতি ছড়িয়েছেন।

উৎসব-পার্বণে মেহজাবীনের নাটকে অপেক্ষায় থাকেন দর্শক। ঈদ-বৈশাখ-পূজা সব উৎসবে তার নাটক থাকেই।

সামনে ঈদুল আজহা। বৃহৎ এই উৎসবে মেহজাবীনকে দেখা যাবে টিভি পর্দায়, এই অপেক্ষায় ভক্তরা।

কিন্তু হঠাৎ এই নায়িকা ঘোষণা দিলেন ৯ দিন শুটিং করবেন না। ঈদ সামনে রেখে তার এই ঘোষণায় অনেকেই বিচলিত হয়েছেন।

শুটিং না করার কারণও জানিয়েছেন মেহজাবীন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি জানান, ২৮ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত শুটিংয়ের শিডিউল বাতিল করেছেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটলে কাজে ফিরবেন।

বিধিনিষেধ পালন করার ও ঘরে থাকার অনুরোধ করেছেন মেহজাবীন।

মেহজাবীন শুটিংয়ে না ফিরলেও লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার টিভি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছে বেশ কয়েকজন অভিনয়শিল্পী, নির্মাতা কলাকুশলী।

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) জানিয়েছে, টেলিভিশন চ্যানেলের অনুমতিপত্র ও প্রশাসনের সহযোগিতায় তারা নাটকের শুটিং আপাতত চালিয়ে যাচ্ছেন।

এর আগে বুধবার লকডাউনের মধ্যে চলচ্চিত্রের শুটিং বন্ধের ঘোষণা দিয়েছের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =