যথাসময়ে আয়োজন সম্ভব নয় বলে নির্ধারিত সময়ের চার মাস আগে স্থগিত হয়ে গেছে টোকিও অলিম্পিক। এক বছরের জন্য পিছিয়ে নতুন তারিখ ঠিক করা হয়েছে ২০২১ সালের ২৩ জুলাই। কিন্তু আয়োজক কমিটির প্রধান নির্বাহী বলছেন, ওই সময়ও বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরটির আয়োজন নিশ্চিত নয়।

বিশ্বযুদ্ধ ছাড়া ইতিহাসে এবারই প্রথম অলিম্পিক স্থগিত হয়েছে; কারণ বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাস। এক বছর পরের আয়োজনও একই কারণে হুমকির সম্মুখীন বলে মনে করছেন টোকিও অর্গানাইজিং কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুতো।

শুক্রবার এক ভিডিও প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটিকে (করোনাভাইরাস) আগামী জুলাইয়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে কেউ বলতে পারবে। টোকিও অলিম্পিক আগামী জুলাইয়ে হবে- এমনটা স্পষ্ট করে বলার মতো অবস্থায় আমরা এখন নেই।’

তবে হাল ছেড়ে দেওয়ারও সুযোগ নেই। আর তাই ২০২১ সাল ধরে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মুতো, ‘গেমস স্থগিত করা হয়েছে এক বছরের জন্য। তার মানে আমাদের প্রস্তুত থাকতে হবে। আশা করি মানবজাতি আগামী বছর করোনা সংকট মোকাবিলা করে অলিম্পিককে স্বাগত জানাতে পারবে।’

আগামী বছরও না হলে কী হবে- এমন কোনো বিকল্প পরিকল্পনা করে রাখা হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে আয়োজক কমিটির এই কার্যকরী প্রধান বলেন, ‘বিকল্প চিন্তা করার চেয়ে সব চেষ্টা ওই সময়ে করা নিয়ে হওয়া দরকার। এর মধ্যে মানুষ নিশ্চয়ই তার জ্ঞান ও প্রযুক্তি দিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে পারবে, ওষুধ বা ভ্যাকসিন তৈরি করতে পারবে।’

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

twelve + 9 =