জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে চান এক মা। অভিযোগকারী মায়ের নাম লালবানু। তাঁর ছেলে আবদুল মজিদ (২৫)। তাঁরা আক্কেলপুর পৌর এলাকার বাসিন্দা।  পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লালবানু তাঁর এক স্বজনের সঙ্গে থানায় আসেন। এ সময় লালবানু মাদকাসক্ত ছেলে আবদুল মজিদের কর্মকাণ্ডের কথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর অনুরোধও করেন তিনি। ওসি কিরণ কুমার রায় এ সময় লালবানুকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।

লালবানু বলেন, বাড়িতে আসার পর নেশার টাকার জোগাড় করতে আসবাবপত্র চুরি শুরু করেন মজিদ। নেশার টাকা না দিলে লালবানুকে মারধর করেন। এখন টাকার জোগাড় করতে অন্যের বাড়ির আসবাবপত্র চুরি করছেন। ছেলের এসব অনৈতিক কর্মকাণ্ড আর সইতে পারছেন না তিনি। এ জন্য বাধ্য হয়ে ছেলেকে করাগারে রাখতে চাইছেন।

লালবানু আরও বলেন, যে পরিবারে একজন মাদকাসক্ত আছে, সেই পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ এর যন্ত্রণা বুঝতে পারবে না। সংসার নষ্টের জন্য একজন মাদকাসক্ত ছেলেই যথেষ্ট। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, এক মা তাঁর মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিতে থানায় এসেছিলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

twelve − 10 =