সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এই বছর হজের আবেদন বন্ধ করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার থেকে আবেদনের যাচাই-বাছাই ও রেজিস্ট্রেশনের কাজ করা হবে।

এই বছর মোট পাঁচ লাখ ৫৮ হাজার দুই শ’ ৭০ জন হজের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৫৯ ভাগ পুরুষ ও ৪১ ভাগ নারী।

আবেদনকারীদের মধ্যে তিন ভাগের বয়স ২০ বছরের নিচে। এছাড়া হজের জন্য ২৬ ভাগ আবেদনকারী ২১-৩০ বছর বয়সী, ৩৮ ভাগ ৩১-৪০ বছর বয়সী, ২০ ভাগ ৪১-৫০ বছর বয়সী, ‌১১ ভাগ ৫১-৬০ বছর বয়সী এবং দুই ভাগের বয়স ৬০ বছরের উপরে বলে জানায় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কেউ হজের অনুমতি পাচ্ছেন না।

সৌদি হজ মন্ত্রণালয়ের সূত্রানুসারে, ১৫ থেকে ৬৫ বছর বয়সী দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, তাদের মধ্যে মাত্র ৬০ হাজার ব্যক্তি এই বছর হজের অনুমতি পাবেন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

sixteen + 6 =