করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষকে সহযোগিতা করতে সারাদেশে ত্রাণ কমিটি গঠন করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবন থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে শেখ হাসিনা এ নির্দেশ দেন। প্রায় ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে করোনা সংকট মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা দেন দলীয় প্রধান।
দলীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠন করতে হবে। উপজেলা নেতাদের দ্রুতই ওয়ার্ড পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি প্রস্তুত করে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলা শাখায় জমা দিতে হবে। এই ত্রাণ কমিটি ওয়ার্ড পর্যায়ে দলমত নির্বিশেষে প্রকৃত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করবে এবং ওই তালিকা স্থানীয় প্রশাসনকে দিয়ে সঠিক তালিকা প্রণয়নে সহায়তা ও সমন্বয় করবে।