সেমিফাইনালের আশায় বিশ্বকাপে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। সেই আশার আলো জ্বালাতে বেশ কিছু পথ পাড়িও দিয়েছিল। কিন্তু শেষ দুই ম্যাচের হার অন্তরজ্বালা বাড়িয়েছে ভক্তদের। বিশ্বকাপের সব প্রাপ্তি যেন শেষ হয়ে গেছে এই হারে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘শেষ দুই ম্যাচে (ভারত-পাকিস্তান) সাকিব ভালো ব্যাটিং করেছে। কিন্তু ইনিংসের মাঝপথে কোন সঙ্গী পায়নি সে। হাতে যে  উইকেট ছিল ম্যাচ জয়ের সুযোগ ছিল ফিফটি-ফিফটি। পুরো বিশ্বকাপে সাকিব ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছে। কিন্তু আমরা খুবই দুঃখিত যে, তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেনি।’

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ক্যাচ মিস করেছে। যা খেসারত ম্যাচ হেরেই দিতে হয়েছে। এছাড়া বোলিংয়ে বাংলাদেশ দল সামর্থ্য অনুযায়ী ভালো করতে পারেনি বলেও উল্লেখ করেন মাশরাফি। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং ইতিবাচক মনে করছেন টাইগার অধিনায়ক। যদিও ওপেনিং এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান ধারাবাহিক ছিলেন না। সেট হয়ে উইকেট বিলিয়ে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে মুস্তাফিজুর তার ধার ফিরে পেয়েছেন বলেও জানান মাশরাফি।

লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই মাশরাফির অবসর গুঞ্জন ওঠে। বিশ্বকাপের তো বটেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন কি-না তা নিয়েও অনেক কথা। এ নিয়ে মাশরাফি জানান, দেশে ফিরে তিনি তার ক্যারিয়ার নিয়ে পুনরায় ভাববেন। বাংলাদেশ দল নিজেদের শতভাগ দিয়ে খেলেছে। কিন্তু মাশরাফির মতে, কোন ম্যাচেই ভাগ্য সহায় ছিল না তাদের।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

1 × five =