সাউথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
পোখারার রংগশালা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯১ রান তোলে বাংলাদেশ। নিগার সুলতানা সর্বোচ্চ ২৯ রান করে। এ ছাড়া সানজিদা ইসলাম ও ফাহিমা খাতুন ১৫ রান করেন। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন উমেষা।
টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে শ্রীলঙ্কা। নাহিদা-সালমাদের বোলিং তোপে লক্ষ্যে পৌঁছানোর আগেই ওভার শেষ হয়ে যায়। মেয়েদের সর্বোচ্চ দুই উইকেট নেন নাহিদা আখতার। শ্রীলঙ্কা দলের রানআউট হয়ে সাজঘরে ফেরেন চারজন।