লড়াই করেই শক্তিশালী কাতারের কাছে হার মানল স্বাগতিক বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২ বাছাইপর্ব রাউন্ড দুই এর ম্যাচে র্যাংকিংয়ে এশিয়ার শীর্ষে থাকা কাতারের কাছে ০-২ গোলে পরাজিত হয়েছে র্যাংকিংয়ে বিশাল দূরত্বে থাকা বাংলাদেশ।
ম্যাচের ২২ মিনিটে কাতারের আবদেল করিমের কোনাকোনি শট ডান পোস্ট ঘেঁষে চলে গেলেও পাঁচ মিনিট পরেই লিড পেয়ে যায় দলটি। স্বাগতিক ডিফেন্ডারদের ভুলে ম্যাচে লিড পায় অতিথিরা। বাঁ প্রান্ত থেকে ফরোয়ার্ড ইউসুফের শট আটকাতে ব্যর্থ হন রানা। প্রায় অরক্ষিত পোস্টে জাল খুঁজে পায় ইউসুফের শট (১-০)। পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে উঠে। ৪২ মিনিটের দুর্ভাগ্য হয়তো কখনোই ভুলতে পারবে না জেমি ডে’র শিষ্যরা।
ছোট বক্সের ভেতর থেকে তিন তিনবার শট নিয়েও গোল বঞ্চিত হয় স্বাগতিক ফরোয়ার্ডরা। প্রথম শটটি ছিল ইব্রাহীমের। একেবারে গোল লাইন থেকে প্রতিহত করেন এক ডিফেন্ডার। ফিরতি বলে আবারো শট নিয়েছিলেন ইয়াসিন। এবার ফিরিয়ে দেন কাতারের গোলরক্ষক সাদ আল সায়েদ। এতে রিয়াদুলের পায়ের কাছে চলে আসে বল। স্বাগতিক এ ডিফেন্ডার শট নিতে ভুল করেননি। লাইনেই ছিল বল। কিন্তু এবারো গোল লাইন থেকে বল ফিরিয়ে মাঠে উপস্থিত হাজার বিশেক দর্শককে হতাশ করেন সফরকারী দলের গোলরক্ষক। ফলে ০-১ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ২০২২ বিশ্বকাপ আয়োজকদে টুঁটি চেপে ধরেছিল জেমি ডে’র শিষ্যরা। পরিকল্পিত আক্রমণ আর ছন্দময় ফুটবলের কাছে কাতারের ফিটনেস আর পাওয়ার ফুটবল যেনো খেই হারিয়ে ফেলেছিল। ৬৯ মিনিটে রায়হানের লম্বা থ্রু’তে ব্যাক হেড নিয়েছিলেন ভুটানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে জোড়া গোল করা ইয়াসিন। কাতারের গোলরক্ষক কোন রকমে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। পরের মিনিটেই জামাল ভূঁইয়ার কর্নার আবারো সুযোগ এসেছিল। তবে তা হাতছাড়া হয়ে যায়। ৭৪ মিনিটে আবারো গোলের সুযোগ তৈরি করেছিলেন জামাল-সুফিলরা।
ডানপ্রান্ত দিয়ে বদলী হিসেবে মাঠে নামা সুফিলের ক্রসে ছোট বক্সের ঠিক সামনে থেকে বল পেয়ে গিয়েছিলেন অধিনায়ক জামাল। তার নেয়া শট হেড দিয়ে রক্ষা করেন কাতারের ডিফেন্ডার বাসির হাসিম। মাঝের ২০ মিনিট বেশ চাপ সৃষ্টি করেছিল লাল-সবুজরা। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে আরো একটি গোল হজম করে স্বাগতিকরা। সফরকারী দলটির মিডফিল্ডার কারিম গোলটি করেন (২-০)। ফলে ০-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দল।