জম্মু-কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রায় দুই বছর পর উপত্যকার রাজনৈতিক নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৩টা নাগাদ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হবে। এতে যোগ দেবেন- ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবি আজাদ ও উপত্যকার মোট ৮টি রাজনৈতিক দলের ১৪ জন প্রতিনিধি।

বৈঠকের আগে সিপিএম নেতা ইউসুফ তারিগামি বলেন, ‘আগে শুনব কেন্দ্র কী প্রস্তাব দেয়। তারপর আমরা ঠিক করব, কোনো পথে এগোবে আলোচনা।’

তবে বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিকভাবে উপত্যকাকে আরও শক্তিশালী করার দিকে বেশি গুরুত্ব দিতে চায় ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে আলোচনার বিষয় এটাও হতে পারে। এছাড়া করোনা পরিস্থিতি, উপত্যকার সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। দ্বিখণ্ডিত রাজ্যের বিধানসভার নতুন সীমানা নির্ধারণের বিষয়টি বৈঠকে আসতে পারে।

২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। একটি হলো লাদাখ এবং অপরটি জম্মু-কাশ্মীর। কিন্তু বিষয়টি অনেকেই মেনে নিতে পারেনি। তাদের দাবি, ৩৭০ ধারা অর্থাৎ জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনা হোক।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

eighteen − nine =