রাজধানীর পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সোয়া ৩টার দিকে কারওয়ান বাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। আর বিকেল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আগুন লেগে বিআরটিসির একটি দোতলা বাস পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের দায়িত্বরত কর্মরত লিমা খানম বলেন, ‘বিকেল ৩টা ৫০ মিনিটে কুর্মিটোলা হাসপাতালের সামনের সড়কে একটি ডাবল ডেকার বিআরটিসি বাসে আগুন লাগে। খবর পেয়ে ৪টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

লিমা খানম আরও জানান, ‘এর আগে ৩টা ১৫ মিনিটে কাওরান বাজারে একটি বাসে আগুন লাগে। ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

nineteen − three =