করোনাভাইরাস পরিস্থিতিতে তীব্র সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। উপার্জন না থাকায় অসহায়ভাবে দিন কাটছে তাদের। ত্রাণ নিয়ে এসব পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অসহায় পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছিলেন । এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ এপ্রিল) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ড্রিম ল্যান্ড তেল পাম্পের মালিক মোঃ মাহফুজার রহমান মিঠু তার ব্যাক্তিগত তহবিল হতে ১০০ জন নরসুন্দর (সেলুন মালিক)কে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ ও লবণের সমন্বয়ে একটি করে ত্রানের ব্যাগ বিতরণ করেন।
জাতীয় কন্ঠের মিঠাপুকুর প্রতিনিধি জানান, শনিবার (২৫ এপ্রিল) মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরকারের উপস্থিতিতে সেলুন মালিকদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, সরকারের পাশাপাশি এসব ব্যাক্তিগত ত্রাণ বিতরণ নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ, আমি এসব ব্যাক্তিদের সাধুবাদ জানাই। এসময় আওয়ামীলীগ নেতা মোসাদ্দেক প্রধান সাজু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।