করোনাভাইরাস পরিস্থিতিতে তীব্র সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। উপার্জন না থাকায় অসহায়ভাবে দিন কাটছে তাদের। সরকরের নির্দেশনায় ত্রাণ নিয়ে এসব পরিবারগুলোর পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়াচ্ছে স্থানীয় প্রশাসন । এরই ধারাবাহিকতায়  গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রংপুর জেলার পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।

জাতীয় কন্ঠের পীরগাছা প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানের নেতৃত্বে সরকারি ত্রাণের ১০ কেজি করে চাল অন্নদানগর ও পারুল ইউনিয়নের ভ্যান, অটোভ্যান ও রিক্সা চালকের মাঝে বিতরণ করা হয়। অন্নদানগর ইউনিয়নের ১০৪০ জন ও পারুল ইউনিয়নের ১২২৫ জনের মাঝে এ ত্রাণ দেয়া হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনায় সুষ্ঠভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে এবং তিনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।

এদিকে স্থানীয় সাংসদ ও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, পীরগাছা ও কাউনিয়া এলাকার প্রত্যেক অসহায় পরিবারের জন্য সরকারি ত্রাণের ব্যবস্থা আছে। তছাড়া আমি ব্যাক্তিগতভাবে আমার পক্ষ থেকেও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

2 × one =