রংপুর নগরীর ঈদগা মাঠসংলগ্ন পার্বতীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির খাটের ভেতর লুকিয়ে রাখা টিসিবির ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এসব ভোজ্যতেল উদ্ধার করে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় হানিফ মিয়া ও লাল মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক ভোজ্যতেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
উত্তম প্রসাদ পাঠক বলেন, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ১৭ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওই বাড়ির বক্সখাটের ভেতরে রাখা টিসিবির সিল মারা ৫ লিটারের ১৪৪টি ও ২ লিটার তেলের ২৫৯টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সয়াবিন তেলের আনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা। এ সময় ওই বাড়ির মালিক হানিফ মিয়া (৫৮) ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) আটক করে পুলিশ। এসব ভোজ্যতেল তারা অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে কম দামে কিনে মজুত করে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রি করছে। কিন্তু রংপুর নগরের কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তা মজুত করে রাখছেন। তাদের বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।
এদিকে বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের একটি গোডাউন থেকে ১১২ লিটার টিসিবির তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের আওয়ামী লীগ অফিসসংলগ্ন আবীর স্টোরের গোডাউন থেকে এ তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে এ তেল মজুদ
রেখে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকান মালিক পালিয়ে যাওয়ায় তার ভাতিজা আব্দুলস্নাহ জরিমানার অর্থ প্রদান করেন। জানা গেছে, চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর উকিল টিসিবির ডিলার। এ তেল তার ওখান থেকে অবৈধভাবে এনে আবির স্টোরের গোডাউনে রাখা হয়েছে বেশি মূল্যে বিক্রয়ের জন্য। দোকানের মালিক আব্দুলস্নাহ কাজী বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিলন মাঝির কাছ থেকে তারা এ তেল ক্রয় করেছেন। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ নিয়ে এসে এ তেল জব্দ করা হয়। এ ঘটনায় দোকানদারকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা নগদ জরিমানা করা হয় এবং উদ্ধার করা তেল এলাকার দুস্থদের মাঝে বিতরণ করার জন্য নিয়ে যাওয়া হয়। আর ডিলারদের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।