রংপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো করোনা পজিটিভ রোগীদের চিকিৎসার জন্য ডিটেকটিভ করোনা আইসোলেশন হাসপাতাল। ৬১টি বেড ও ১০টি ভেন্টিলেটর সমৃদ্ধ আইসিইউ ইউনিট নিয়ে যাত্রা শুরু হাসপাতালটির। এই হাসপাতালটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্প্রসারিত অংশ হিসেবে চিহ্নিত হবে। রোববার (১৯ এপ্রিল) হাসপাতালটি চালু উপলক্ষে প্রেস ব্রিফিং করেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, রংপুর বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪২ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে চারজন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন। শুধুমাত্র করোনা পজিটিভ ব্যক্তিদের অবস্থার অবনতি হলে বিশেষভাবে চিকিৎসার জন্য এই হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। এটি ১০০ শয্যার হাসপাতাল হলেও যেকোনো মুহূর্তে ২০০ শয্যায় রূপান্তর করা যাবে। এ জন্য সকল ধরণের প্রস্ততি রাখা হয়েছে।
তিনি আরোও বলেন, এখানে তিন শিফটে ১১ জন করে চিকিৎসক কাজ করবেন। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য হাসপাতালের ক্যাম্পাসেই থাকার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইসলাম চৌধুরী, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আহমেদ খানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন