রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও একমাত্র ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, এলাকার মোঃ আজিজুল হক (৬০) ও ছেলে সুজন মিয়া (২০)। স্বামী ও একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় নিহত আজিজুলের স্ত্রী কোহিনুর বেগম সহ তাঁদের দুই মেয়ে লাভলী ও আর্জিনা বেগম। এমন মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয়কণ্ঠ পীরগাছা প্রতিনিধি জানান, মৃত আজিজুল হকের একটি মাছের খামার আছে। সোমবার (১ জুন) রাতে তিনি তার একমাত্র ছেলে সুজন মিয়াকে সঙ্গে নিয়ে খামারের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করার এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁরা দুজনেই মারা যায় বলে ধারণা করা হয়েছে। গভীর রাত এবং খামারটি জনবসতি এলাকা থেকে দূরে হওয়ায় নিহতদের পরিবার ও এলাকাবাসী মৃত্যুর ঘটনাটি তাৎক্ষণিক ভাবে বুঝতে পারেনি। স্বামী ও ছেলের বাড়ি ফিরতে দেরি হওয়ায় নিহত আজিজুলের স্ত্রী কোহিনুর বেগম ঘটনাটি তাদের জামাই আমিনুলকে জানায়। ততক্ষনে ভোর হয়েছে। মৃত আজিজুল হকের জামাই আমিনুল খামারে গিয়ে তাদের মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসীর সহায়তায় খামার থেকে মরদেহ দুটি তোলা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক মুঠোফোনে আমাদের জানান, মৃত্যুর ঘটনাটি আমরা তদন্ত করেছি, এটি একটি অপমৃত্যু।