রংপুরের কাউনিয়ায় লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানে অপরিষ্কার ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে চার ব্যবসায়ীর ২৩ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ওই চার প্রতিষ্ঠানের মালিক প্রত্যেককে ১৫ দিনের করে কারাদন্ড করা হয়।
বুধবার বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেসমিন নাহারের এ অর্থদন্ডের রায় দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবু সাঈদসহ একদল পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের ব্রেঞ্চ সহকারী সাজু মিয়া জানান, উপজেলার মীরবাগ বাজারে হোটেলে ও ফাস্টফুট দোকানে অপরিষ্কার ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ইসামনি মিষ্টি ভান্ডারের মালিক এমদাদুলের ৫ হাজার, কনফেকশনারীর রেজাউল ইসলামের সাত হাজার, ফাস্টফুডের মিন্টু মিয়ার এক হাজার ও কাজলী বিরানী হাউসের মন্টু মিয়ার দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের করে কারাদন্ড করা হয়। ঘটনাস্থলে জরিমানার টাকা পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) জেসমিন নাহার জানান, লাইসেন্স বিহীন দোকানগুলো অপরিষ্কার ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীদের অর্থদন্ড অনাদায়ে কারাদন্ড দেয়া করা হয়েছে।