যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেনসাকোলায় নৌবাহিনীর একটি ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন বলে এসকাম্বিয়া কাউন্টির শেরিফের দপ্তর জানিয়েছে। শুক্রবার সকালে নাভাল এয়ার স্টেশন পেনসাকোলায় (এনএসএসপি) হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
হামলার ঘটনায় এনএসএসপি’র উভয় পাশের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এক টুইটার বার্তায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, বিষয়টি গভর্নর অফিস থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া প্রয়োজনে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য পাঠানো হবে।
শেরিফ ডেভিড মরগান এক সংবাদ সম্মেলনে বলেন, তার একজন ডেপুটি ঘাঁটির একটি শ্রেণিকক্ষে ওই হামলাকারীকে গুলি করে মেরেছেন। হামলাকারীর নাম-পরিচয় সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি।
এরআগে মাত্র দুদিন আগে হাওয়াইয়ের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর এক নাবিকের গুলিতে দুই বেসামরিক নিহত ও একজন আহত হন।