ছবির শুটিং ইউনিটেও চলছে ফিসফাস। অনেকেই ধারণা করছেন, যাঁর করোনা পজিটিভ, তাঁদের সংস্পর্শে ছিলেন টম ক্রুজ। বলা তো যায় না, হতে পারে টমেরই করোনা পজিটিভ। যদিও খবরটা কেউ নিশ্চিত করেননি। শুধু গুঞ্জন।
ধুন্ধুমার অ্যাকশনের এই ছবি বারবারই আটকে যাচ্ছে কোনো না কোনো কারণে। করোনার প্রথম ঢেউয়ে বন্ধ ছিল শুটিং। করোনার প্রকোপ কমে এলে আবার শুরু হয় কাজ। কিন্তু গত বছর আগস্টে সপ্তম কিস্তির শুটিংয়ে সেটে আগুন লাগে। ক্ষতি হয়ে যায় কোটি টাকার। শুটিং থমকে দাঁড়ায়। এ মাসের প্রথম দিকে আবার শুটিং সেটে করোনার হানা। আবার বন্ধ হয়ে যায় শুটিং। তখন জানানো হয়েছিল, ১৪ জুন পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।
ডিসেম্বরে লন্ডনে শুটিংয়ের সময় এক কর্মীর ওপর বেশ চটেছিলেন টম ক্রুজ। স্বাস্থ্যবিধি ভেঙেছিলেন ওই কর্মী। বারবার শুটিং বাধাগ্রস্ত হওয়ায় আর্থিক ক্ষতিও হচ্ছে। তাই বেশ সতর্ক টম ক্রুজ। আর এখন তাঁকে ঘিরেই কিনা করোনায় আক্রান্ত হওয়ার গুঞ্জন!