সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৬ হাজার ১৯৬ পয়েন্ট থেকে। দিনের শেষে সেটি ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭৭ পয়েন্টে। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট করে বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২২৩১ ও ১৩২৭ পয়েন্টে।
দিনের এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ কোম্পানির শেয়ারের।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৪ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করছে।