রাজধানীর মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ ১৪ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাধীনতা নার্সেস পরিষদের যুগ্ম মহাসচিব মো. মাজহারুল ইসলাম জানান, ওই হাসপাতালে পাঁচজন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সেখানে চারজন চিকিৎসকও আক্রান্ত হয়েছেন।
আরেকটি সূত্র জানিয়েছে, চিকিৎসক-নার্স ছাড়াও ওই হাসপাতালের তিনজন কর্মচারী এবং দুজন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন।