বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার ১৬ বছরের সঙ্গী তার প্রিয় ব্রেসলেটটি নিলামের জন্য সর্বনিম্ন মূল্য রাখা হয় পাঁচ লাখ টাকা। গতকাল রোববার বিকেল থেকে শুরু হওয়া নিলামের মধ্যে প্রচুর বিডার দাম হাঁকিয়েছে সেটির জন্য। শেষ পর্যন্ত বাংলাদেশ লেইজিং অ্যান্ড ফিনেন্স কোম্পানিস অ্যাসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান ব্রেসলেটটি কিনে নিয়েছে ৪২ লাখ টাকায়!
অকশন ফর অ্যাকশন ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করে। তারা বলে, আমাদের প্রচুর বিডার এসেছে, সন্ধ্যার পর থেকে লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে। শেষ পর্যন্ত ৪২ লাখ টাকা হাঁকানো এই কোম্পানিটি জয়ী হয়।’
গত শনিবার বিকেলে থেকে শুরু হওয়া এই নিলাম চললে আজ রাত পৌনে একটা পর্যন্ত। এরপর ফেসবুক লাইভে এসে নাম ঘোষণা করে আয়োজক সংস্থা অকশন ফর অ্যাকশন।