মোঃ ইমাম জাফর, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দোরন নগর গ্রামের যুবসমাজ বর্তমান করোনা পরিস্থিতিতে দুস্থ ও গরিব দের মাঝে দাড়ানোর এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে ।মানুষের মাঝে দান করার মত তাদের নিজস্ব কোন অর্থ বা সামর্থ্য নেই। সে কারণে এলাকার বিত্তবানদের পাটের জমিতে আগাছা পরিষ্কারের কাজ করে যে টাকা পাচ্ছে তা দিয়ে দুস্থদের মাঝে ওষুধ, চাল ও তেল সহ অন্যানো প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিচ্ছে । সাবেক ইউপি সদস্য রমেশ বালার নেতৃত্বে ওই গ্রামের অন্তত ৫০ জন যুবক এ উদ্যোগ গ্রহণ করেছে।  এদের বেশীর ভাগই ছাত্র। সারাদিন ধরে পরের জমিতে কাজ করে যে অর্থ তারা রোজগার করে সে অর্থ দিয়ে দিনের শেষে তাদের নিজ এলাকার গরীবদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় তাঁরা। এতে যেমন সুবিধা হচ্ছে জমির মালিকদের ঠিক তেমনি সুবিধা হচ্ছে এলাকার দুঃস্থদের। সরেজমিনে গিয়ে তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবাদিক আইয়ুব হোসেন খান তাদেরকে ২০০০ টাকা সহযোগিতা করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য রমেশ বালা জানান,আমাদের হিন্দু অধ্যুষিত এ গরিব গ্রামটির দিকে কারোরই তেমন কোনো নজর নেই। তাই আমরা নিজ উদ্যোগে যতটুকু পারছি দুস্থ ও গরিবদের মাঝে সচেতনতা সৃষ্টি সহ খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

three × 4 =