মাগুরা প্রতিনিধি ইমাম জাফর : মাগুরা শহরেরে কলেজ রোড সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে একটি বন্ধ দোকানের সামনে অজ্ঞাত এক মহিলাকে (২৮) পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার কথাবার্তায় তাকে করোনা আক্রান্ত সন্দেহে ঘটনাস্থলে উপস্থিত পথচারিদের মাঝে আতংকের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রতক্ষদর্শীরা জানান, সোমবার রাস্তার পাশে একা এক মহিলাকে পড়ে থাকতে দেখে পথচারীদের অনেকেই কৌতুহল বসত দাড়িয়ে যান। এ সময় তাদের জিজ্ঞাসাবাদে ওই নারী সিলেট থেকে এসেছেন এবং শারীরিক ভাবে অসুস্থ বলায় করোনা আক্রান্ত সন্দেহে উপস্থিত মানুষের মাঝে কিছুটা আতংক সৃষ্টি হয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকেরা মাগুরা সদর উপজেলার ইউএনও আবু সুফিয়ানকে ঘটনাটি জানালে তাৎক্ষনিক তিনি মেডিকেল টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় চিকিৎসকসহ সংশ্লিষ্টরা তার শারীরিক উপসর্গ দেখে তিনি করোনা আক্রান্ত নয় বলে ধারণা করেন। ওই মহিলা সিলেট নানাবাড়ি থেকে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়ে মাগুরায় এসে পথ হারিয়েছে বলে জানায়। পরে ইউএনও আবু সুফিয়ান সাতক্ষীরার স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন এবং একটি এম্বুলেন্সযোগে ওই মহিলাকে সাতক্ষীরায় তার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান আরও জানান, ওই নারীর কথাবার্তায় মনে হয় তিনি কিছুটা মানুষিকভাবে বিপর্যস্থ।
এলাকাবাসী জানান, ইউএনও আবু সুফিয়ান খুবেই উদার মনের মানুষ। এলাকাবাসীর যে কোনো বিপদে তিনি খবর পাওয়া মাত্রই ছুঁটে আসেন। ইতোমধ্যেই তিনি মাগুরার সর্বসাধারনের আস্থা অর্জনসহ একজন জনপ্রিয় মানুষ হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।