ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের পেছনে জামায়াতে ইসলামীর ইন্ধন ছিল। মাওলানা জোবায়ের আহমদ আনসারীর অনুসারী মুফতি মাহফুজুল হকের সাথে লোক সমাগমের বিষয়ে জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমানের কথোপকথন হয়েছে।
এক মিনিট ৪৫ সেকেন্ডের সেই কথোপকথনটি ভাইরাল হয়েছে। কথোপকথনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, “লকডাউন ফকডাউন পাত্তা দিয়েন না। অনেক লোক সমাগম করতে হবে। মাদ্রাসার লোকজনকে টান দেন। একটা শিক্ষা দিতে হবে। পুলিশ কিছুই করতে পারবে না। একটা থানা-ফাঁড়িতে কয়টা পুলিশ থাকে। হাজার হাজার মানুষের তারা কিছুই করতে পারবে না । আর যদি করেও আমাদের লোক থাকবে। যদি বাঁধা দেয়া তবে মতিঝিলের চেয়া খারাপ অবস্থা করে দেয়া হবে। বিষয়টি ফখরুল সাহেব জানেন।”
মুফতি মাহফুজুল হক বলেন, “সব কিছু ঠিক থাকবে। প্রচুর লোক সমাগম করা হবে।”