মঙ্গলবার সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে দিনের লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করে।এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৩৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ১২৯টির এবং অপরির্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৭৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করে।