গত দুই সপ্তাহে (৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত) বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে মোট ৯৯৩ জন বাংলাদেশী পাসপোর্র্ট ধারী নাগরিক। এদের মধ্যে পুরুষ ৬৭৩ জন ও মহিলা ৩২০ জন। তবে ৯৯৩ জনের মধ্যে ৩ জন পুরুষ চিকিৎসাধীন অবস্থায় ভারতেই মারা গিয়েছিলেন। মৃত ব্যাক্তিদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ সকল বাংলাদেশী নাগরিক চিকিৎসা করা সহ বিভিন্ন কাজে ভারতে গিয়ে আটকে পড়েছিল।

বেনাপোল ইমিগ্র্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে (বিভিন্ন সময়) ৯৯০ জন নাগরিককে যশোর জেলা প্রশাসনের নির্দেশে বেনাপোল শার্শা উপজেলা প্রশাসন গ্রহন করে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করে।

শার্শা উপজেলা প্রশাসন এর বরাত দিয়ে জানানো হয়,  ভারত ফেরত এসব নাগরিকদের খুবেই সতর্কতার সাথে বেনাপোলে মহাসড়কের গাজীর দরগাহ নামক স্থানের একটি মাদ্রাসায় রাখা হয়েছে। সেখানে তাদের খাওয়া ও চিকিৎসা সরকারি ব্যাবস্থাপনায় করা হচ্ছে।

গতকাল (২১ এপ্রিল) পর্যন্ত এদের মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরে গেছে ১০১ জন।

বেনাপোল ইমিগ্র্রেশন এ কর্মরত ডাক্তার মজিদ জানান, ভারত থেকে ফেরত কোনো নাগরিকের এখন পর্যন্ত করোনা সনাক্ত হয়নি। তবে তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ রেখে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তাদের ছেড়ে দেয়া হবে।

রিপোর্ট : লিপু জামান, জাতীয় কণ্ঠ খুলনা বিভাগীয় প্রতিনিধি।

 

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

10 + nine =