৪৩ তম বিসিএস প্রিলিমিনারিতে এবার রেকর্ড সংখ্যক চাকরিপ্রার্থী আবেদন করেছেন। চার লক্ষাধিক পরীক্ষার্থীর মহারণ শুরু হতে আর দেরি নেই। আবেদন যারা করেছেন কেউ বসে নেই। সবাই চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন।
বিসিএস প্রিলিমিনারিতে ভালো করতে হলে প্রস্তুতিটা নিতে হবে গুছানো। আগের বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে প্রস্তুতি কীভাবে নিতে হবে তার একটা ধারণা পাওয়া যায়।
বিসিএস চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য আজ সাধারণ জ্ঞান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো-
* বার্কিনো ফাসোর সাবেক নাম কী?
– অপারভোল্ট।
* কোন দেশের অপর নাম নিপ্পন?
– জাপান।
* ইরাকের পূর্ব নাম কী?
– মেসোপটেমিয়া।
* কোন দেশের নাম ও রাজধানী একই সময়ে পরিবর্তন হয়?
– মিয়ানমার (১৯৮৯ সালে বার্মা হয় মিয়ানমার এবং রাজধানী রেঙ্গুন থেকে ইয়াংগুন হয়)
* ডাচ ইস্ট ইন্ডিয়া (ইন্ডিজ) কোন দেশের পূর্ব নাম?
– ইন্দোনেশিয়া।
* হেলভেশিয়ার বর্তমান নাম কী?
– সুইজারল্যান্ড।
* চেচনিয়ার বর্তমান নাম কী?
– ইচকেরিয়া।
* বসনিয়া হার্জেগোভিনিয়ার রাজধানীর নাম কী? – সারায়েভো।
* চাদের রাজধানী কোথায়?
– নাজসেনা