প্রত্যেকেই চান মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে মনের ভাব বাংলায় প্রকাশ করতে না পারলে যেন কিছুটা আশাহত হন বাঙালিরা। সেক্ষেত্রে মাতৃভাষাকে হোয়াটসঅ্যাপে ডিফল্ট করতে চাইলে ম্যানুয়ালি অ্যাপের প্রেফারেন্সের ভাষা পরিবর্তন করা সম্ভব।

অন্যান্য অনেক মেসেজিং অ্যাপের মতো হোয়াটসঅ্যাপেও ইংলিশ ডিফল্ট ভাষা হিসেবে সেট করা আছে। অনেক ব্যবহারকারীই জানেন না, যে কোনো সময়েই অ্যাপের ভাষা পরিবর্তন করা যেতে পারে। এক্ষেত্রে, অ্যাপের সেটআপ প্রসেস চলাকালীন ব্যবহারকারীদের পছন্দের ভাষা জানতে চাওয়া হয়। সে সময়ে ভাষা পরিবর্তন বা নির্বাচন করতে পারেন।

ফোনের (Android এবং iOS) ল্যাঙ্গুয়েজ সেটিংস পরিবর্তন করা সাপোর্ট করে এমন অ্যাপগুলির ক্ষেত্রে ভাষার প্রেফারেন্স পরিবর্তন করা যায়। ফলে, ব্যবহারকারীরা যদি বাংলাকে হোয়াটসঅ্যাপে ডিফল্ট করতে চান, সেক্ষেত্রে তারা ম্যানুয়ালি অ্যাপের প্রেফারেন্সের ভাষা পরিবর্তন করতে পারেন।

 

 

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ভাষা যেভাবে পরিবর্তন করবেন: 

১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটাসঅ্যাপ খুলুন।

২. ওপরের ডানদিকের কোণে তিনটি বিন্দুতে ট্যাপ করুন।

৩. সেটিংসে ট্যাপ করুন।

৪. তারপর পেজে অ্যাকাউন্টের নিচে চ্যাট বলে অপশনটিতে যান।

৫. স্ক্রিনের নিচের দিকে অ্যাপের ভাষা বেছে নিন।

৬. আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

twelve − 4 =