বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চন আজ পা দিলেন ৭৭ বছর বয়সে৷ যে দিনটির জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানানোর জন্য। জন্মদিনে তিনি ভেসে যাবেন ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহেনশাহকে নানা রকম ছবি আর ষ্ট্যাটাস উৎসর্গ করে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন তাঁর অনুসারীরা। কিন্তু যে মানুষটিকে ঘিরে এত হইচই, জন্মদিন নিয়ে নিশ্চয় তার নিজেরও কিছু পরিকল্পনা থাকে। এবার জন্মদিন উপলক্ষে বিশেষ কী পরিকল্পনা বচ্চনের? ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে কিছুটা নিরাশ করে তিনি জানালেন, এবারও অনাড়ম্বর জন্মদিন কাটাবেন তিনি। কোনও সেলিব্রেশন নয়!
এখন আর জন্মদিনে কেক কাটেন না তিনি। বরং তার জন্য আসে ড্রাই ফ্রুটসের থালা। এরকম জাঁকজমকহীন জন্মদিন কাটানোর কারণটা কী? নেপথ্যে কারণ যাই হোক, বলিউড শাহেনশাকে জন্মদিনের শুভেচ্ছা।
ইতোমধ্যে বিহারের বন্যাদুর্গতদের সাহায্যের জন্য সরকারের ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন অমিতাভ বচ্চন। উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে অমিতাভ বচ্চনের জন্ম। তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তাঁর মা তেজি বচ্চন ফয়সালাবাদের [এখন পাকিস্থানে] এক শিখ-পাঞ্জাবি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় শব্দ ‘ইনকিলাব জিন্দাবাদের’ অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব। পরে তার নাম বদলে রাখা হয় অমিতাভ। বচ্চন অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান শ্বেতা নন্দা ও অভিষেক বচ্চন।