জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ৫ খুনিকে বাংলার মাটিতে এনে সর্বোচ্চ আদালতের দেয়া রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের রায় কার্যকরের প্রতিক্রিয়ায় রোববার (১২ এপ্রিল) গুলশানের আবাসিক অফিস থেকে দেয়া এক ভিডিওবার্তায় আইনমন্ত্রী এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০১০ সালের ২৭ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাবন্দী পাঁচ আসামির ফাঁসি কার্যকরের পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পলাতক আসামিদের ধরে এনে এই রায় কার্যকর করা।
তিনি বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি সেটা অনেক স্বস্তির বিষয়। আমি বলে রাখতে চাই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বঙ্গবন্ধুর যারা খুনি তাদের এনে এই রায় কার্যকর করব। আমাদের কাজ এখনও শেষ হয় নাই। আমরা বরখাস্ত ক্যাপ্টেন মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হলেও পালন করেছি। আর যারা বাকি আছে তাদের ধরে এনে এই রায় কার্যকর করার পরে এ মামলার রায়ের বাস্তবায়ন সম্পূর্ণ হবে।
তিনি আরও বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা সেই প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করছি যে, বঙ্গবন্ধুর খুনিদের আমরা নিশ্চয় ইনশাআল্লাহ বাংলার মাটিতে এনে আমাদের সর্বোচ্চ আদালতের দেয়া রায় কার্যকর করব।