যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

শনিবার গাজার শাসক গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বোমা হামলা চালানো হয়।  খবর আলজাজিরা।

ইসরাইলের দাবি, তাদের ভূখণ্ডে আগুনের বেলুন হামলা চালায় হামাসের সদস্যরা। এর জবাবে এমন পদক্ষেপ নেয়া হয়।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজা উপত্যকায় বিমান হামলা চালাল ইসরাইলি বাহিনী।

গত মাসে ইসরাইলি বাহিনী এবং গাজায় টানা ১১ দিন বিমান হামলা চালায়। এতে ২৬০ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে ৬৬ জন শিশু ছিল। এছাড়া গাজা থেকে ছোড়া রকেট হামলায় ইসরাইলের ২ শিশুসহ ১৩ নাগরিক নিহত হয়। পরে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

10 + four =