নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে প্রতি মুহূর্তে  । বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে করোনা। এসব তথ্য নিশ্চিত হওয়া গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছে না ঠিক কীভাবে এই ভাইরাস এসেছে মানুষের শরীরে।

নানা তথ্যই সামনে এসেছে এ নিয়ে। তবে এবার মোটামুটি নিশ্চিত করে একটি তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের হুবেই প্রদেশের উহানের কোনও ল্যাব নয়, বরং কোনও প্রাণির মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে বলে দাবি করেছেন সংস্থার একজন কর্মকর্তা।

উহানের ভাইরোলজি ল্যাবে এই ভাইরাসের জন্মেছে বলে দাবি করে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেসি কাসাই বলেন, এই পর্যায়ে এসে ভাইরাসটির যথাযথ উৎস নির্ধারণ করা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত যেসব প্রমাণ রয়েছে তাতে বলা যায়— কোনও প্রাণির মাধ্যমেই মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, করোনার উৎপত্তি নিয়ে গবেষকরা গবেষণা চালিযে যাচ্ছেন। বাদুরের মাধ্যমে এই ভাইরাস আসতে পারে বলে ধারণা করা হচ্ছে; তবে কীভাবে মানুষের শরীরে প্রবেশ করেছে তা আমরা নিশ্চিত করে জানি না।

যুক্তরাষ্ট্র সরকারের সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্ট করোনাকে উহানের ল্যাব থেকে উৎপাদিত ভাইরাস বলে অভিহিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই মত দেন।

করোনার উৎস নিয়ে নানা তথ্য সামনে এলেও, এখনও সঠিক করে কেউ কিছু বলতে পারছেন না। বিষয়টি নিয়ে জোর গবেষণা চলছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, গত বছরের নভেম্বর বা ডিসেম্বরে একটি বন্যপ্রাণির মার্কেট থেকেই এই ভাইরাসে সংক্রমণ শুরু।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

seven + 2 =