বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। রাউন্ড রবিন পদ্ধতিতে মোট ৪৫টি ম্যাচ খেলা হয়েছে গ্রুপ পর্বে। মাত্র একটি ম্যাচ হেরে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ভারত।
আগামী ৯ জুলাই থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফানলে খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্টনে আগামী ১১ জুলাই দুদল নামবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে। দুটো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।