পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত সরবরাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সমুদ্রপথের পাশাপাশি উড়োজাহাজের আমদানিতে জোর দিয়েছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এসেছে। আরও আমদানি প্রক্রিয়াধীন। এই পেঁয়াজ টিসিবির মাধ্যমে শিগগিরই দেশজুড়ে বিক্রি বাড়ানো হবে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন সমকালকে বলেন, বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে সরবরাহ বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে বাজারেও দাম কিছুটা কমে আসছে। টিসিবিসহ বড় কয়েকটি গ্রুপের মাধ্যমে প্রচুর পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এই পেঁয়াজ শিগগিরই টিসিবির মাধ্যমে দেশজুড়ে ন্যায্যমূল্যে বিক্রি বাড়ানো হবে। ইতোমধ্যে সব বিভাগে ও বিভিন্ন জেলায় টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। যাতে সাধারণ মানুষ যৌক্তিক দামে পেঁয়াজ কিনতে পারে।

এদিকে উড়োজাহাজে গতকাল শুক্রবার আরও ১৩০ টন পেঁয়াজ দেশে এসেছে। এর মধ্যে এস আলম গ্রুপ ১০২ টন ও টিসিবি সাত টন মিসর থেকে এনেছে। তুরস্ক থেকে সিটি গ্রুপের সাড়ে ১০ টন ও মেঘনা গ্রুপের ১০ টনের বেশি পেঁয়াজ এসেছে। মেঘনা গ্রুপ আরও ৫০ টন উড়োজাহাজে আনছে। আমদানি করা এই পেঁয়াজের পুরোটাই ন্যায্যমূল্যে বিক্রির জন্য টিসিবিকে দিয়েছে এই বড় তিন গ্রুপ। টিসিবির এক কর্মকর্তা জানান, বর্তমানে রাজধানীর ৫০টি স্থানে বিক্রির পাশাপাশি আরও বাড়িয়ে বিভাগীয় শহরে বিক্রি শুরু হয়েছে। কিছু জেলায় বিক্রি শুরু হয়েছে। অচিরেই দেশের সব জেলায় বিক্রি করা হবে।

উড়োজাহাজে পেঁয়াজ আমদানির প্রথম চালান আসে গত বুধবার। আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রায় ৮২ টনের চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার শাদ এন্টারপ্রাইজ এই পেঁয়াজ শ্যামবাজারে বিক্রি করেছে। দ্বিতীয় দিনে এস আলম গ্রুপের সাত টন পেঁয়াজ যাত্রীবাহী উড়োজাহাজে ঢাকায় আসে। তৃতীয় দিনে ২২ নভেম্বর রাত ১টায় মিসর থেকে একটি কার্গো উড়োজাহাজে ১০২ টন পেঁয়াজ ঢাকায় পৌঁছে। এই উড়োজাহাজে আরও ৭ টন পেঁয়াজ এসেছে টিসিবির। এছাড়া গতকাল সকাল ১০টায় তুরস্ক থেকে টার্কিশ এয়ারের একটি উড়োজাহাজে মেঘনা গ্রুপের ১০ টন ও সিটি গ্রুপের সাড়ে ১০ টন পেঁয়াজ এসেছে।

মেঘনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল সমকালকে বলেন, সাধারণ মানুষকে যৌক্তিক দামে পেঁয়াজ দিতে তুরস্ক থেকে উড়োজাহাজে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে আমদানি করা ১০ টন পেঁয়াজ টিসিবিকে দেওয়া হয়েছে। উড়োজাহাজে আরও পেঁয়াজ আমদানি করা হবে। পাশাপাশি আগামী ১ ডিসেম্বর ১০ থেকে ১৫ হাজার টন পেঁয়াজ জাহাজে আসবে। এই পেঁয়াজও টিসিবিকে দেওয়া হবে।

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা সমকালকে বলেন, আমদানি করা সাড়ে ১০ টনের প্রথম চালান শুক্রবার উড়োজাহাজে ঢাকায় এসেছে। সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি বাড়াতে আমদানি করা এ পণ্য টিসিবিকে দেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখ আরও একটি চালানে সাড়ে দশ টন আমদানি করে টিসিবিকে দেওয়া হবে। এছাড়া আড়াই হাজার টন সমুদ্রপথে আমদানি করা হচ্ছে। শনিবার (আজ) এই পেঁয়াজ সিঙ্গাপুরে আসবে। সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। দেশটি থেকে আমদানি করা ওই পেঁয়াজ অতিদ্রুত দেশে পাঠানো হবে। চলতি সপ্তাহের মধ্যে ওই পেঁয়াজও দেশে আসবে বলে জানান তিনি।

টিসিবিতে পেঁয়াজের বড় চালান সরবরাহ শুরু করেছে এস আলম গ্রুপ। এই গ্রুপ পেঁয়াজ আমদানির জন্য ইতোমধ্যে ১০টি কার্গো উড়োজাহাজ ঠিক করেছে। এর প্রতিটিতে ১০৫ থেকে ১১০ টন পেঁয়াজ আসবে। আজ শনিবার কায়রো এয়ারের একটি কার্গো বিমানে আরও ৫৫ টন পেঁয়াজ ঢাকায় পৌঁছবে। এই গ্রুপটির ৫৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। মিসর ও তুরস্ক থেকে বাল্ক্ক ও কনটেইনারের মাধ্যমে সমুদ্রপথে পেঁয়াজ আমদানি করছে তারা। পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও পেঁয়াজ আমদানি করবে বলে জানিয়েছে এই গ্রুপ।

রাজধানীর খুচরা বাজারে গতকাল শুক্রবারও দেশি পেঁয়াজ কমবেশি ১৬০ থেকে ১৮০ টাকা ও আমদানি করা মিয়ানমারের পেঁয়াজও একই দরে বিক্রি হয়। তবে পরিবহন সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রির খবর পাওয়া গেছে। বাজারে এখনও অস্থিরতা চলছে বলে জানা গেছে। তবে চীন, তুরস্ক ও মিসরের পেঁয়াজ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। শ্যামবাজারের আড়তে গতকাল প্রতিকেজি দেশি ও মিয়ানমারের পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকা, চীনের পেঁয়াজ ১০৫ টাকা, মিসর ও তুরস্কের পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হয়। বাজারভেদে এবং মহল্লার দোকানের ক্ষেত্রে দামে বেশ পার্থক্য দেখা গেছে। টিসিবির পেঁয়াজ বিক্রি বাড়ানো সম্ভব হলে দাম আরও কমে আসবে বলে মনে করছেন সংশ্নিষ্টরা। এছাড়া বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ানো সম্ভব না হলে দাম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

17 − 13 =