পাকিস্তানের উত্তরাঞ্চলে বুধবার সকালে চীনা প্রকৌশলীবাহী একটি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

এদের মধ্যে চারজন চীনা নাগরিক রয়েছেন। আপার কুহিস্তানে ওই বোমা হামলার ঘটনা ঘটে। খবর স্পুটনিক ও রয়টার্সের।

হাজারা অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা জানান, বুধবার সকালে আপার কুহিস্তানের দাসু বাঁধ প্রকল্পে ৩০ চীনা প্রকৌশলীকে নিয়ে যাচ্ছিল বাসটি।

এ সময় এতে বোমা হামলা হয়। হামলায় দুই আধাসামরিক বাহিনীর সদস্যও প্রাণ হারান।

আরেকটি সূত্র দাবি করছে, কমপক্ষে ১০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

13 − two =