নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর রংপুর জেলার শীর্ষ নেতা মো. আজমত আনছারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

গাইবান্ধার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। শুক্রবার সকালে র‌্যাব-১৩ এর জনসংযোগ কর্মকর্তা মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজমত আনছারীকে গ্রেফতার করা হয়। সে তার জবানবন্দিতে স্বীকার করেছে, সে ২০০১ সাল থেকে গাইবান্ধা এলাকায় সংগঠনের জন্য গোপনে নিয়মিত প্রচার চালিয়ে আসছিলো। ২০০৬ সালে সে জঙ্গি কার্যক্রমের জন্য পুলিশের কাছে আটক হয় ও সাজা ভোগ করে। বর্তমানে সে তার ইলেক্ট্রিক পার্টস এর দোকানে পুনরায় সংগঠনের অন্যান্য সদস্যদেরকে নিয়ে নিয়মিত গোপন বৈঠক করতো। এ ছাড়াও এলাকায় কর্মী সংগ্রহের কাজ করতো ও চাঁদা সংগ্রহ করতো।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

thirteen − two =