আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত থাকতে পারবে না। দূষিত রক্ত মুক্ত করে দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে। আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টিতে রূপান্তর করতে শেখ হাসিনার শুদ্ধি অভিযান সফল করতে হবে।

বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। শহরের কোর্ট প্রাঙ্গণের নিমতলায় এ সম্মেলন হয়। পরে তিনি দলের হবিগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে পুনরায় সভাপতি এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে মাইনরিটিদের সরকার বলে যে উক্তি করেছেন, তা হাস্যকর। ২০০১ সালে বিএনপি মাইনরিটিদের ওপর যে অত্যচার করেছে, তা একাত্তরের বর্বরতার সঙ্গে তুলনীয়। একমাত্র শেখ হাসিনার সরকারই মাইনরিটিবান্ধব সরকার।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ প্রমুখ।

এদিকে, সম্মেলন ঘিরে সকাল থেকেই আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান সহকারে সম্মেলনস্থলে জড়ো হন। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল। বেলা সাড়ে ১১টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্যের পরে তিনি জেলার নতুন কমিটি ঘোষণা করেন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

5 × four =