ইরানের রাজধানী তেহরানে তালেবানের প্রতিনিধিদলের সঙ্গে আফগান সরকারের এক প্রতিনিধিদল বৈঠক করেছে।
বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আরব নিউজের।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে দেশটিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জোরদারের অংশ হিসেবে এ বৈঠক হলো।
তেহরানে আলোচনার শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানান।
এ সময় দুপক্ষকে সতর্ক করে জারিফ বলেন, আজ আফগানিস্তানের জনগণ এবং রাজনৈতিক নেতাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাই এবং আফগান সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি।
এদিকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যে দেশের ৩৪ প্রদেশের বহু জেলা দখলে নিয়েছে তালেবান। সংগঠনটির দাবি, ২০০ জেলা দখলে নেওয়া হয়েছে।
যদিও মঙ্গলবার আফগান সরকার তালেবানের হাত থেকে এসব জেলা মুক্ত করার ঘোষণা দিয়েছে।
সম্প্রতি তাজিকিস্তানে এক হাজারেরও বেশি সরকারি সেনা পালিয়ে যাওয়ার একদিন পরই দেশের উত্তর অংশে বিদ্রোহীদের আক্রমণ মোকাবিলার জন্য কয়েকশ কমান্ডো মোতায়েন করা হয়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রায় ৯০ শতাংশ সেনা সরিয়ে নিয়েছে।
যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিনশর বেশি সদস্য প্রাণ হারান। আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ।