করোনাভাইরাস দুর্যোগে নিম্মবিত্ত ও দরিদ্র ৬৬৬ পরিবারকে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার ৩৩৩ কল সেন্টার ও ঢাকা জেলা প্রশাসন কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) থেকে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাচালক, ভ্যানচালকসহ বিভিন্ন পেশাজীবী কর্মহীন ৬৬৬ পরিবারের মাঝে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

এদিকে জেলার প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীসহ ঢাকা জেলার সব উপজেলার লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৪৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৩টি মামলা এবং ১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক মনিটরিং করছেন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

9 − 5 =