ঢাকার রাজারবাগে কোয়ারেন্টাইনে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন। রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার জয়দেব চৌধুরী জানান, ওই কনস্টেবল অসুস্থ থাকাকালীন পরীক্ষা করা হলে করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল। মৃত্যুর পর তার নমুনা আবারও আইইডিসিআরে পাঠানো হয়েছে। ফলাফল আসার পর সে অনুযায়ী দাফনের ব্যবস্থা নেওয়া করা হবে। ওই পুলিশ সদস্যের লাশ আপাতত হিমঘরে রাখা হয়েছে।

২০০২ সালে পুলিশে যোগদান করা এই কনস্টেবলের বাড়ী ঝিনাইদহে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জ্বর-কাশি হওয়ায় গত ১৫ এপ্রিল থেকে কোয়ারেন্টাইনে ছিলেন ওই কনস্টেবল।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

20 − 8 =