মোঃ ইমাম জাফর, মাগুরা: সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস সংক্রমণের পরিধি বাড়িয়ে দিচ্ছে সারা দেশে। দক্ষিনাঞ্চলে সব থেকে ঝুঁকিতে এখন মাগুরার পাশের জেলা যশোর। মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম  ফেসবুকে গত রাত (মঙ্গলবার) মাগুরা সাথে যশোর ও ঝিনাইদহ জেলার সব যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন।
সর্বশেষ তথ্য মতে ঝিনাইদহেও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে ১১ জন। অথচ এক সপ্তাহ আগেও মাগুরা ও ঝিনাইদহ জেলাসহ দেশের ৯ টি জেলা করোনা মুক্ত ছিল।
মাগুরার পূর্বে নড়াইল জেলা ,সেখানে কোভিড ১৯ পজিটিভ হালনাগাদ তথ্যমতে ১৩ জন। অথ্যৎ এটি ঝিনাইদহ জেলার থেকেও খূবই ঝুকিপূর্ন সংক্রমণ এলাকা হিসাবে ধরা হয়েছে। তবে মাগুরা জেলার সাথে নড়াইল জেলার সকল যোগাযোগ বন্ধ করার কোন ঘোষনা মাগুরা জেলা প্রশাসন থেকে এখনও আসেনি।
মাগুরার জেলার পার্শ্ববর্তী অন্যতম ঝুকিপূর্ন জেলা ফরিদপুর। এখানে কোভিড-১৯ পজিটিভ ৯ জন। ফরিদপুর জেলার সাথে যোগাযোগ বন্ধ নাকি খোলা তা এখনও জেলা প্রশাসন থেকে কোন ঘোষনা আসেনি। তবে ১১ দিন আগে রাজবাড়ির সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষনা দেন মাগুরা জেলার প্রশাসক।
এই পরিস্থিতিতে মাগুরাবাসী মনে করছেন মাগুরা এসব ঝুঁকিপূর্ন জেলাগুলোর মাঝে হওয়াতে খুবই আশংকাজনক অবস্থায় রয়েছে। যদিও মাগুরাতে গত ১৭ এপ্রিল থেকে এ পর্যন্ত ৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত বলে সরকারি ভাবে ঘোষনা করা হয়েছে।
মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিদিন যে করোনা বিষয়ে হালনাগাদ তথ্য দিচ্ছে এতেও মানুষের মাঝে হতাশা বাড়ছে। কারন প্রতিদিন খূব কম সংখ্যাক নমূনার ফলাফল ঘোষনা করায় জেলার প্রকৃত অবস্থা বোঝা যাচ্ছে না বলে শংকা তৈরী হচ্ছে মাগুরাবাসীর মনে ।
তবে এ পরিস্থিতিতে মাগুরার চারপাশে এসব ঝুঁকিপূর্ন জেলাগুলোর থেকে পুরোপুরি লকডাউন করা গেলে মাগুরা জেলায় হয়তো করোনা ভাইরাসের প্রার্দুভাব কিছূটা নিয়ন্ত্রণ করা যাবে।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

fifteen + ten =