গত ১৭ জুলাই, ২০১৯ (বুধবার) কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এর সাথে জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের নেতাদের এক বৈঠক কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। ঊক্ত বৈঠকে নেতারা বর্তমান কৃষির বিভিন্ন সমস্যা ও তার সমাধানের বিষয়ে কৃষিমন্ত্রীকে বেশ কিছু প্রস্তাব প্রদান করেন । প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো ধানসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সাইলো নির্মাণ, খেতমজুরসহ গ্রামীন কৃষিজীবী ও নারীদের পেনশন।
প্রস্তাবগুলোর জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশ সবার, দেশ নিয়ে সবাইকে ভাবতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং সে পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে ।
এবার বোরো মৌসুমে কৃষিশ্রমিক সংকটের কারনে ধানে এ প্রভাব পড়েছে বলে কৃষিমন্ত্রী মন্তব্য করেন । তিনি জানান, এই সমস্যা সমাধানে সরকার কৃষিকে পর্যায়ক্রমে শতভাগ যান্ত্রিকীকরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে । এছাড়াও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বানিজ্যিকীকরণের কাজও করছে।
কৃষি মন্ত্রী আরও বলেন, কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য যা যা করা দরকার সরকার সব করবে। দেশ-জাতি, সমাজ-সংস্কৃতি এবং রাজনীতি সবই কৃষির সাথে সম্পৃক্ত। আমরা ইতোমধ্যে চাল রপ্তানির কার্যক্রম হাতে নিয়েছি। বিভিন্ন দেশের বিনিয়োগকারী এখন আমাদের দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে। কৃষি খাতকে অবহেলা করার কোন সুযোগ নেই। আমরা পুষ্টিমান সম্পন্ন উন্নত জাতের ফসল উৎপন্ন করবো। কৃষিকে প্রকৃত আধুনিক কৃষি করা হবে।
জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম গোলাপ, মাহমুদুল হাসান মানিক, নজরুল ইসলাম হাক্কানী, জাকির হোসেন রাজু ও আবুল মজিদ।