৩৪ বছরে পা রেখেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। সেই উপলক্ষেই পরিবার, বন্ধুবান্ধবসহ শ্রীলঙ্কা পাড়ি দিয়েছেন ‘মার্ডার ২’-এর এ নায়িকা। সেখান থেকেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কিছু ছবি। এগুলো মন কাড়বে সকলেরই। কখনও ‘ফ্রেন্ডস গ্যাং’-এর সঙ্গে বিচের ধারে হই হুল্লোড়। কখনও বা ‘কাউবয় হ্যাট’ হাতে নিয়ে পোজ। ‘পার্টি’ যে সত্যিই জমজমাট জ্যাকুলিনের ইনস্টা পোস্টগুলি সে কথাই বলে দিচ্ছে। বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করে এ নায়িকা লিখেছেন, ‘পছন্দের মানুষদের সঙ্গে পছন্দের জায়গায়।’ ছবির পাশাপাশি ‘বার্থডে ব্যাশ’-এর ভিডিয়োও শেয়ার করেছেন তিনি।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

6 + 5 =